আগরতলা, ১৩ জুলাই: সবাই রক্তদানে এগিয়ে আসছে। আজ ধর্মনগর হেলথ কিয়র নার্সিংহোমের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।
উক্ত রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন নার্সিং হোম এর কর্তৃপক্ষ বিষ্ণু দেব নাথ, প্রবাল কান্তি দেব, চিরঞ্জীব দাস গুপ্ত, প্রভাত সিনহা ।উক্ত রক্ত দান শিবিরে ১৩জন রক্ত দাতা রক্ত দান করেন।
হেলথ কিউর নার্সিং এর পথ চলা শুরু হয় ২০১৯ সালের ১৩ জুলাই প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণ এর হাত ধরে।হেলথ কিউর নার্সিং হোম এর পরিষেবা নিয়ে আলোচনা করেন দীপালোক ভট্টাচার্য নার্সিং হোম এর ল্যাবরেটরি ইন চার্জ সঙ্গে ছিলেন নার্সিং হোম এর কর্তৃপক্ষ বিষ্ণু দেব নাথ এবং প্রবাল কান্তি দেব।
হেলথ কিউর নার্সিং হোম এর পরিসেবাতে রয়েছে মেজর সার্জারী ( গোল ব্লাডার স্টোন,
এপেন্ডিক্স, হার্নিয়া), সিজারিয়ান ডেলিভারি, হেয়ার পিআরপি, সনোগ্রাফি, এন্ডোস্কোপি, প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, ডিজিটাল এক্স রে আই সি ইউ মাইনর ওটি ও মেজর ওটি ইসিজি জেনারেল সাজারি মহিলাদের জটিল রোগের সাজারি এছাড়া রয়েছে সবধরনের অথ সাজারি সহ নানান রোগের সমস্যা সমাধান ।তাছাড়া রয়েছে ক্রিটিক্যাল কে আর ইউনিট (সি সি ইউ) ।ধর্মনগর তথা সমগ্র ত্রিপুরা বাসির পরিষসেবায় সর্বদা প্রস্তুত হেলথ কিউর নার্সিং হোম সাকাইবাড়ি,। ধর্মনগর।হেলথ কিউরনার্সিং হোমে প্রতিনিয়ত রোগী দেখেন ডা. প্রসূন ভট্টাচার্য,
ডা. অমিত পাল চৌধুরী, ডা. অনুপ গোস্বামী, ডা. মৃগাঙ্ক দত্ত বিশ্বাস,ডা. সুমিত দাস, ও শিলচর থেকে আগত সার্জনডা. শ্রীহংস সিপানি ।