বাঁকুড়ার তৃণমূলের দলীয় কার্যালয়ে  আগুন

বাঁকুড়া, ১৩ জুলাই (হি. স. ): তৃণমূলের দলীয় কার্যালয়  আগুনে ভস্মীভূত হওয়ায় বিজেপিকে দুষছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  বাঁকুড়ারগঙ্গাজলঘাটি ব্লক-১–এর কাপিষ্টা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় শুক্রবার  রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে।  এই ঘটনাকে কেন্দ্র করে  শাসক ও বিরোধী  তরজাও শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে।  ওদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে বিজেপি মত প্রকাশ করেছে।কাপিষ্টা অঞ্চলের পঞ্চায়েত অফিস নবগ্রামে। পঞ্চায়েত অফিসের কাছেই অঞ্চলের দলীয় কার্যালয়। তৃণমূলের যে কোনো অঞ্চলে দুইটি অথবা তার অধিক গোষ্ঠী রয়েছে সর্বত্র। এটা সর্বজনবিদিত। জোড়াফুলের ঘাঁটি এই এলাকায়   শাসকদলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ক্ষমতা বিরোধীদের রয়েছে বলে তৃণমূলেরই একাংশ বিশ্বাস করতে পারছেন না। তবে দলের কাপিষ্টা অঞ্চল সভাপতি প্রভাস মহন্ত বলেন, এবার লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্রটি বিজেপি জিতেছে। তাই ওরা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। বিজেপির কিছু উঠতি মাস্তান সন্ধ্যা হলেই মদ খেয়ে মাতলামো করে। তারা সিপিএমের সঙ্গেও হাত মিলিয়েছে। তিনি দাবি করেন পার্টি অফিসে আগুন দিয়েছে বিজেপি এবং সিপিএম আশ্রিত গুন্ডারা। এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপি নেতা রাজু তেওয়ারির দাবি তৃণমূলের এক গোষ্ঠীর বাহিনী ওই কার্যালয়ে ঢুকতে পারে না। অন্যদিকে তাদের অপর গোষ্ঠী অফিসের ভিতরে মৌতাতের আসর বসায়। পাশাপাশি ভাগ বাঁটোয়ারার ব্যাপারও আছে। তিনি বলেন  ওদের পুলিশ, প্রসাশন আর অর্থবল রয়েছে সেখানে বিজেপি আগুন লাগাবে। রাজু তেওয়ারির দাবি, ওরা পুলিশে অভিযোগ করুক।  সঠিক তদন্ত হলেই সত্য প্রকাশ পাবে। বিজেপি জড়িত থাকলে তাদের কঠিন শাস্তি দিন। সিপিআইএম নেতা মানব মন্ডলেরও দাবি এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল । তবে এটা তৃণমূলের নেতারাই বলতে পারবেন এই ঘটনায় কে অথবা কারা জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *