আগরতলা, ১৩ জুলাই: গন্ডাছড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন নির্বিকার। দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধনের চেষ্টা করা হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
এদিন তিনি অভিযোগ করেন, প্রশাসন চাইলেই গন্ডাছড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত। কিন্তু প্রশাসন নির্বিকার। এদিকে মুখ্যমন্ত্রী নিরব ভূমিকা পালন করছেন। এদিকে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যে বিজেপি অরাজকতা সৃষ্টি করে রেখেছে। অন্যদিকে, গন্ডাছড়ায় সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ হচ্ছে।
তাঁর কথায়, রাজ্যে মনিপুরের মতো দুইটি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধনের চেষ্টা করা হচ্ছে। গন্ডাছড়ায় অউপজাতি পরিবারের সদস্যরা আতঙ্কে জঙ্গলে বসবাস করছেন।

