আগরতলা, ১৩ জুলাই: হেলমেট না থাকায় দায়িত্বপ্রাপ্ত এএসআই-র হাতে আক্রান্ত স্বামী-স্ত্রী। এমনটাই অভিযোগ তুলেছেন ওই দম্পতি। আজ সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, শনিবার সকালে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ ও দীপিকা দেবনাথ একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানু লাল দেববর্মা তাদের দাড়ানোর নির্দেশ দিল। তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায়।
দম্পতি জানিয়েছেন, যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অংকের জরিমানা দিতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পষ্ট ফাইন দিত রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করে। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ তাদের। ছোট্ট শিশুর সামনেই মা-বাবাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাই পুলিশ।
তাদের আরও অভিযোগ, স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথ কেউ মারধর করে। রাস্তার পাশে ফেলে দেন। ছোট্ট শিশুর সামনে মা বাবার উপর এএসআই ভানুলাল দেববর্মার আক্রমণে ভয়ে যুব থুবু,হাউ মাউ করে চিৎকার করতে থাকেন শিশু।

