BRAKING NEWS

রঞ্জি ট্রফিতে এবার ঘরের মাঠে চারটি ম্যাচ খেলবে রাজ্য দল 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের পর এবার জাতীয় স্তরের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চলেছে রাজ্যের ক্রিকেটাররা। আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আয়োজিত জাতীয় স্তরের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের সূচি এবং ভেন্যু ঠিক করে নেয় বিসিসিআই। সেই হিসাবে এবছর প্রথম শ্রেণী থেকে শুরু করে বয়স ভিত্তিক বিভিন্ন জাতীয় স্তরের ক্রিকেট টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। এরমধ্যে প্রথম শ্রেণীর রঞ্জি ক্রিকেটের সূচি অনুযায়ী রাজ্য দল নিজেদের ঘরের মাঠে চারটি ম্যাচ খেলবে। আগামী ১১ অক্টোবর উড়িষ্যার বিপক্ষে ঘরের মাঠে ত্রিপুরা প্রথম ম্যাচ খেলবে আগরতলা এমবিবি স্টেডিয়ামে। একই মাঠে ২৬ শে অক্টোবর মুম্বাইয়ের মুখোমুখি হবে দল। ৬ নভেম্বর রঞ্জিতে ঘরের মাঠে তৃতীয় ম্যাচে বরোদার মুখোমুখি হবে স্বাগতিক ত্রিপুরা। টুর্নামেন্টে নিজেদের মাঠে ২৬ শে জানুয়ারি শেষ ম্যাচ খেলবে ত্রিপুরা সার্ভিসেস এর বিপক্ষে। রঞ্জি ট্রফি ছাড়াও কর্নেল সি কে নাইডু ট্রফি কোচবিহার ট্রফিতে ত্রিপুরা একাধিক ম্যাচ খেলবে রাজ্যে। সুচি অনুযায়ী কর্নেল সি কে নাইডু ট্রফিতে আগামী ২০ অক্টোবর পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ত্রিপুরা মুখোমুখি হবে কর্নাটকের। ২৭ শে অক্টোবর ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে একই মাঠে প্রতিপক্ষ তামিলনাড়ু। ২৫ শে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অপর ম্যাচে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে দল মুখোমুখি হবে কেরালার। এই টুর্নামেন্টে নিজেদের ঘরের মাঠে রাজ্য দল শেষ ম্যাচ খেলবে একই মাঠে উত্তরাখণ্ডের বিপক্ষে। জাতীয় স্তরের কোচবিহার ট্রফিতেও রাজ্য দল নিজেদের ঘরের মাঠে একাধিক ম্যাচে প্রতিপক্ষদের মুখোমুখি হবে। ঘোষিত সূচি অনুযায়ী কোচবিহার ট্রফিতে চার দিনের ম্যাচে আগামী ৬ নভেম্বর পুলিশ ট্রেনিং একাডেমি রাউন্ডে নিজেদের মাঠে ত্রিপুরা প্রথম ম্যাচে মুখোমুখি হবে পন্ডিচেরির। একই মাঠে ১৩ নভেম্বর প্রতিপক্ষ মিজোরাম এবং  ২৮ নভেম্বর অরুনাচল প্রদেশ। এছাড়াও বিসিসিআই ঘোষিত অনুযায়ী পুরুষদের বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ভিজজি ট্রফি জনভিত্তিক ক্রিকেটের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগরতলায়। এই ক্রিকেট টুর্নামেন্টের সূচি অনুযায়ী ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আগরতলা এমবিবি স্টেডিয়াম ও পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। এমনটাই জানালেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *