কংগ্রেসের উপর হামলার অভিযোগ এনে পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন বিরোধীরা। রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো পরিবেশ নেই বলেই দাবি বিরোধীদের। এমতাবস্থায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল কংগ্রেস দল। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল এই ডেপুটেশন প্রদান করেছেন।

ডেপুটেশন শেষে আশিস কুমার সাহা বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই গোটা রাজ্যজুড়ে সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্নভাবে আক্রান্ত বিরোধীরা। তিনি বলেন, সর্বদলীয় বৈঠক এবং নমিনেশন জমা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন কংগ্রেসকর্মীরা। ধর্মনগর এর কংগ্রেস নেত্রী গৌরী বিশ্বাসকে হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে হামলা চালানো হয়েছে। বিশাল করে কংগ্রেস কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এছাড়াও এ ধরনের আরও প্রচুর ঘটনা সংঘটিত হয়েছে গোটা রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে রাজ্যে আইন-শৃঙ্খলার পরিবেশ রক্ষার জন্য এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে এদিন। এ ধরনের সন্ত্রাসের ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।