চাকদহ, ১২ জুলাই (হি.স.): ধর থেকে মুণ্ড আলাদা অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। দেহটি চাকদহের তাতলার চন্দ্রপুরে ১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম রমেশ সাঞ্জেলালা। মহারাষ্ট্রের বাসিন্দা রমেশ। পেশায় তিনি কন্টেনার গাড়ির চালক। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা।
খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রমেশের। তবে সত্যিই দুর্ঘটনা নাকি খুন সঠিক তা জানতে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।