নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় অবস্থিত ওভাল ফ্রেশ নামক একটিভ প্রাইভেট সংস্থার দ্বারা পরিচালিত ফার্ম পরিদর্শনে আসেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন রাজ্যপাল বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা ফার্ম পরিদর্শনে করেন। ফার্মের পক্ষ থেকে রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরে রাজ্যপাল ফার্মের কর্ণধার সহ ফার্মের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পোল্ট্রি মুরগির ফার্ম, বায়ু গ্যাস প্লান্ট, ডিম থেকে বাচ্চা উৎপাদন প্ল্যান্ট, মাছ চাষের প্ল্যান্ট এবং মুরগির খাবার উৎপাদনের প্লান্ট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাজ্যে এই প্রথমবারের মতো ওভাল ফ্রেশ নামক প্রাইভেট সংস্থা একসাথে পোল্ট্রি মুরগির ফার্ম সহ মাছ চাষ এবং তার পাশাপাশি মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন ও বায়োগ্যাস প্ল্যান্ট শুরু করেছে। তিনি এদিন আরো জানিয়েছেন এই প্ল্যান্টের মত রাজ্যের বেকার যুবকরা যদি চায় এই ধরনের প্লেন্ট স্থাপনার মধ্য দিয়ে স্বনির্ভর হওয়া খুবই সহজ। তিনি আরো জানিয়েছেন রাজ্য সরকার এই ধরনের প্ল্যান্ট আরো বেশি বেশি করে স্থাপন করতে বিশেষভাবে নজর দিয়েছে।

