ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফিরতি লিগেও বিশ্রামগঞ্জ জয়ী। প্রথম লীগে ৫-০ তো, ফিরতি লিগে পাঁচ-এক। ব্যতিক্রম, ফিরতি লীগে ফুলো ঝানু একটি গোল পরিশোধ করে ব্যবধান কমিয়ে আনতে পেরেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলের ফিরতি লীগের খেলায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার পাঁচ-এক গোলের ব্যবধানে ফুলো ঝানু ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল দুই-এক গোলে এগিয়ে ছিল। তবে আশ্চর্যের বিষয় খেলা শুরুতে প্রথম মিনিটেই নির্ভরযোগ্য স্ট্রাইকার মৌসুমী ওড়াং একটি গোল করে দলকে এগিয়ে দিলেও কুড়ি মিনিটের বেশি তা ধরে রাখতে পারেনি। ২১ মিনিটের মাথায় বিশ্রামগঞ্জের ধ্বনিতা রিয়াং গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জের স্ট্রাইকাররা ক্রমাগত আক্রমণে ফুলো ঝানু অনেকটাই দুমড়ে যায়। ৩৬ মিনিটের মাথায় ঊষা লক্ষ্মী দেবীর গোল দলকে ২-১ এ এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে বিশ্রামগঞ্জের খেলায় যথেষ্ট প্রাধান্য দেখা যায়। ঠিক এক মিনিটের মধ্যে প্রীতি জমাতিয়ার গোল এবং নয় মিনিট বাদে ধ্বনীতার দ্বিতীয় গোল দলকে ৪-১ এ এগিয়ে দেওয়ার পাশাপাশি জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত করে তোলে। ৭২ মিনিটের মাথায় সন্ধ্যা দেবী একটি গোল করলে ব্যবধান ৫-১ হয়। পরবর্তী সময়ে পরস্পর বিরোধী আক্রমণ চোঁখে পড়লেও আর কেউ গোলের সুযোগ পায়নি। ম্যাচের সেরার প্রাইজমানি পায় বিজয়ী দলের প্রীতি জমাতিয়া। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উৎপল চৌধুরী, পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে। দিনের খেলা: জম্পুইজলা প্লে সেন্টার বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল, সকাল ৮ টায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।
2024-07-11