গুয়াহাটি, ১১ জুলাই (হি.স.) : শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বৃহস্পতিবার ভোর প্রায় ৪-টা ৩৫ মিনিট নাগাদ মরিগাঁও জেলার জাগিরোড রেলওয়ে স্টেশনের কাছে।
জানা গেছে, বুনো হাতিটি যখন রেলওয়ে ট্র্যাক পার হচ্ছিল তখন শিয়ালদহ থেকে শিলচরগামী (অসম) তীব্রবেগি ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কায় তার মৃত্যু ঘটে।
ধারণা করা হচ্ছে, সোনাইকুচি সংরক্ষিত বনাঞ্চল থেকে এই হাতিটি খাদ্যের সন্ধানে বেরিয়ে এসেছিল। রেল লাইন পার হওয়ার সময় মর্মান্তিক মৃত্যু হয় হাতিটির।