আগরতলা/কৈলাসহর, ১১ জুলাই : কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতাপরাও গনপতরাও যাদব আজ কৈলাশহরের সুসংহত আয়ুশ হাসপাতালটি পরিদর্শন করেন। তিনি এখানকার পরিকাঠামো ও পরিসেবা সম্পর্কে অবহিত হন। বিশেষকরে পঞ্চকর্মা থেরাপি, যোগা ইত্যাদি সম্পর্কেও খোঁজ খবর নেন। পরে কৈলাশহরের ঊনকোটি কলাক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ ও আয়ুষ স্বাস্থ্য চিকিত্সা ব্যবস্থা নিয়ে ও কাজকর্ম বিষয়ে পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
বৈঠকে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশের আর্থিক, সামাজিক উন্নয়ণের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশ চায় বর্তমান কেন্দ্রীয় সরকার। শিক্ষা -স্বাস্থ্য সহ মানুষের সার্বিক বিকাশ সহ বিকশিত ভারত গঠনে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি । দুদিনের সফরে গতকাল রাজ্যে আসেন শ্রী প্রতাপরাও গনপতরাও যাদব|
কৈলাশহরের সুসংহত আয়ুশ হাসপাতালটি পরিদর্শনকালে তিনি এখনকার স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে অধিক্রিক ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন| এই বৈঠকে উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম-অধিকর্তা ডাঃ সৌভিক দেববর্মা, রাজ্য স্বাস্থ্য মিশনের সদস্যা-সচিব ডাঃ নুপুর দেববর্মা প্রমুখ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী যাদব আজ ঊনকোটি জেলার মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। ভারত সরকারের “জাতীয় গুনমান নিশ্চয়তা শংসাপ্রাপ্ত” এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি। কেন্দ্রীয় মন্ত্রী স্বাস্থ্যকেন্দ্রের অন্তঃবিভাগ-বর্হিবিভাগ সহ বিভিন্ন পরিসেবা ইউনিটগুলো ঘুরে ঘুরে দেখেন। এখানকার পরিসেবা ও পরিকাঠামোগত দিক সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসক,স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের পরিজনদের কথা বলেন। পরে সেখানকার ভেষজ বাগানে অর্জুন গাছের চারা রোপণ করেন। তাছাড়া একজন যক্ষা রোগে আক্রান্ত এক রোগিকে ফলের ঝুড়ি ও দু’জন শিশুর হাতে জিঙ্ক ট্যাবলেট এবং ও আর এস এর প্যাকেট তুলে দেন।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন মাছমারাস্থিত এ ডি সি ভিলেজ কার্যালয়, স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কিনাচরণ তালুকদার পাড়া বিদ্যালয় পরিদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ১৫ দিন অন্তর অন্তর কেন্দ্রীয় মন্ত্রীদের প্রবাস কর্মসূচির অঙ্গ হিসাবে তাঁর এই সফর। সফর শেষে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা দেবেন বলে তিনি জানান।

