কলকাতা, ১১ জুলাই (হি.স.): দাদাগিরি এবার রেসিং ট্র্যাকে। মোটর স্পোর্টস ইভেন্ট ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল সংস্থার সঙ্গে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা রয়্যাল টাইগার্স রেসিং দলের মালিক হলেন তিনি। কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি এবং আহমেদাবাদ – এই বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই শহরগুলিতে প্রতিযোগিতা চলবে। সেই কারণে আটটি শহরভিত্তিক দল গড়ে তোলা হয়েছে। কলকাতা দলের মালিক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ।
2024-07-11