নীরজরা অলিম্পিকের চার দিন আগে প্রস্তুতির জন্য তিনটি বিদেশী সাইটে প্রশিক্ষণ নেবেন

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): পোল্যান্ডের স্পালায় অলিম্পিক স্পোর্টস সেন্টার, তুরস্কের আন্টালিয়া এবং সুইজারল্যান্ডের সেন্ট মরিৎজ- এই তিনটি বিদেশি সাইটে ৩০ সদস্যের ভারতীয় অ্যাথলিটরা শেষ পর্যায়ের  প্রশিক্ষণ নেবেন। ২৮ জুলাই অ্যাথলেটিক দল প্যারিসে একত্রিত হবেন। প্রধান কোচ রাধাকৃষ্ণান নায়ার এ কথা জানিয়েছেন।

নায়ার বলেছেন, “চোপড়া ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছেন এবং ২৮ জুলাই প্যারিসে পৌঁছাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *