ম্যানিলা, ১১ জুলাই (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০.১৩ মিনিট নাগাদ দক্ষিণ ফিলিপিন্সের সুলতান কুদারাত প্রদেশে কম্পন অনুভূত হয়।
দাভাও অক্সিডেন্টাল, দাভাও ওরিয়েন্টাল, সারাঙ্গানি, দাভাও দে ওরো, দাভাও দেল নর্তে এবং কোটাবাটো-সহ দেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাও-এর নিকটবর্তী প্রদেশগুলিতেও কম্পন অনুভূত হয়েছিল। বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়। তবে, কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ভূমিকম্পের আশঙ্কাও জারি করা হয়নি।