নয়াদিল্লি, ১১ জুলাই : পূর্ব উপকূলে অবস্থিত ভারতীয় বন্দর দিয়ে বাংলাদেশের এক্সিম কার্গোর ট্রান্সশিপমেন্টের সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ৯ থেকে ১২ জুলাই ২০২৪ পর্যন্ত ছয় দিনের সফরে ভারত সফর করছেন। বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মোস্তফা কামালের নেতৃত্বে প্রতিনিধিদলে বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বন্দরের প্রতিনিধিরা রয়েছেন। গত বছরের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ নৌপরিবহন সচিব পর্যায়ের আলোচনার (এসএসএলটি) সঙ্গে সামঞ্জস্য রেখে চেন্নাই, কৃষ্ণপত্তনম, বিশাখাপত্তনম, কলকাতা ও হলদিয়া বন্দর পরিদর্শন করছে প্রতিনিধি দল।
ভারত ও বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূল ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্ক ঘিরে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট এবং প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) চুক্তির মাধ্যমে পূর্ব উপকূলে ভারতীয় বন্দর দিয়ে বাংলাদেশের এক্সিম কার্গো চলাচল সহজতর করার জন্য এসএসএলটির কার্যবিবরণীতে ৬ নং এজেন্ডা অনুযায়ী এই সফর ও আলোচনা ।
বাংলাদেশি প্রতিনিধি দলের এই সফরের উদ্দেশ্য হলো ভারতীয় বন্দরগুলোর কারিগরি সম্ভাব্যতা, বাণিজ্যিক সম্ভাব্যতা এবং অবকাঠামোগত সুবিধাদি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় করে বাংলাদেশি কার্গোর ট্রান্সশিপমেন্টের সম্ভাব্যতা যাচাই করা। ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ (আই ডব্লিউ এ আই), বন্দর ও জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক, জাহাজ চলাচলের মহাপরিচালক এবং কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের কর্মকর্তারা প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।
2024-07-11

