পাথারকান্দি (অসম), ১১ জুলাই (হি.স.) : করিমগঞ্জের সিংলা নদী থেকে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের আধিকারিক ও কর্মাীরা অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছেন একটি বালু তোলার পাম্প মেশি।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দোহালিয়ার রেঞ্জার প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারই, বনকর্মী দিলোয়ার হোসেন, বিনোদকুমার দেউরি, ফরেস্ট প্রটেকশন টিম ও সিআরপিএফ বাহিনী রূপাগ্রামে সিংলা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের পাম্প মেশিন সহ বেশ কিছু অনুষঙ্গিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে।
তবে এর সঙ্গে কোনও বালু মাফিয়াকে ধরতে পারেননি বন দফতরের অভিযানকারীরা। বাজেয়াপ্তকৃত পাম্প মেশিনটি নিয়ে আসা হয় বিভাগীয় কার্যালয়ে।