গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : অসমের কলেজগুলিতে নিয়োগের ক্ষেত্রে লাগবে না ‘স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ’ (পিআরসি), উচ্চশিক্ষা অধিকর্তার জারিকৃত এই বিজ্ঞপ্তি বাতিল করে তদন্তের নিৰ্দেশ দিয়েছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। রাজ্যের প্ৰায় ৩০ লক্ষ বেকার যখন একটি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, তখন অসমের উচ্চশিক্ষিত বেকারদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে সরকারি চাকরিতে বহিঃরাজ্যের প্রার্থীদের লাল কার্পেট পেতে আহ্বান করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, গত ৪ জুন রাজ্যের কলেজগুলোতে শিক্ষক (অধ্যাপক), লাইব্রেরিয়ান, সহায়ক তথা চতুৰ্থ শ্রেণি ইত্যাদি পদে চাকরির জন্য আবেদনকারীর স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ লাগবে না বলে এক বিজ্ঞপ্তি জারি করেছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা সুমিত্ৰা দেব। রাজ্য সরকারের উচ্চশিক্ষা অধিকরণের জারিকৃত এই বিজ্ঞপ্তি জারির পর তীব্ৰ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়। বলা হচ্ছে, এই বিজ্ঞপ্তি অসমের সরকারি চাকরিতে স্থানীয় প্ৰাৰ্থীদের প্ৰতি হুমকিস্বরূপ। এতে বহিঃরাজ্যের প্ৰাৰ্থীদের অসমের কলেজগুলোত চাকরি পেতে কোনও বাধা থাকত না। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই বিজ্ঞপ্তির বলে অসমের কলেজগুলোতে অধ্যাপক, সহকারী অধ্যাপকের পাশাাপশি পিয়ন, চৌকিদারের পদে বহিঃরাজ্যের প্ৰাৰ্থীদের চাকরি পেতে কোনও বাধার সৃষ্টি হত না। উচ্চশিক্ষা অধিকরণের এ ধরনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যজুড়ে তীব্ৰ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়। বিতৰ্কিত বিজ্ঞপ্তি জারির পর রাজ্যের সংবাদ মাধ্যমগুলিতে এই খবর ব্যাপক সম্প্ৰচার হয়। এর পর এই নিৰ্দেশনার বিরুদ্ধে মুখ খুলে ক্ষোভ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। আজ বুধবার তিনি তাঁরা অফিশিয়াল এক্স হ্যান্ডলে উচ্চশিক্ষা অধিকরণের জারিকৃত এই বিজ্ঞপ্তিকে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি কোন পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে, সে সম্পর্কে অনুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি নিজে একজন অসমীয়া, তাই অসমবাসীর ক্ষতি হোক তা তিনি কোনও অবস্থাতেই মেনে নেবেন না। এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগুও পিআরসি সম্পৰ্কিত বিতর্কিত বিজ্ঞপ্তি সরকার প্ৰত্যাহার করেছে বলে তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, ভারতীয় সংবিধান অনুসারে, যে কোনও রাজ্যের বাসিন্দা যে কোনও রাজ্যে চাকরির জন্য আবেদন করতে পারেন। তবে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে স্থানীয় প্ৰাৰ্থীর স্বাৰ্থ রক্ষা করতে পিআরসি বাধ্যতামূলক করার পাশাপাশি নিয়োগ পরীক্ষায় স্থানীয় ভাষার প্ৰশ্নপত্র বাধ্যতামূলক করে। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী পিআরসি প্ৰত্যাহার করার আগে রাজ্য সরকার নিয়োগ পরীক্ষায় বাতিল করেছিল বাধ্যতামূলক অসমীয়া বিষয়ের প্ৰশ্নপত্র। যার ফলে অসমর অধিকাংশ সরকারি চাকরিতে বহিঃরাজ্যের প্ৰাৰ্থীর নিযুক্তি লাভ করা সহজতর হয়ে পড়েছিল। এবার বাধ্যতামূলক পিআরসি প্ৰত্যাহার করার সিদ্ধান্তে স্থানীয় প্ৰাৰ্থীরা বঞ্চিত হবেন, তা নিশ্চিত হয়ে পড়েছিল। শেষমেষ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অসমের স্থানীয় প্রার্থীরা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।
2024-07-10