নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : পুরোনো এক আর্থিক দুর্নীতি মামলায় নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করা হয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। বুধবার অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করল ইডি। জানা গিয়েছে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকায় জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারকরা। উল্লেখ্য, আর্থিক দুর্নীতি মামলায় ২০২১ সাল থেকে জ্যাকলিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংহের স্ত্রী অদিতি সিংহের থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে। ইডির দাবি, সুকেশ জালিয়াতি করা টাকায় জ্যাকলিনের জন্য দামি উপহার কিনতেন। ২০২২ সালে দায়ের করা চার্জশিটে দাবি করা হয়, জ্যাকলিন সুকেশের অপরাধ সম্পর্কে অবগত হয়েও ওই সমস্ত দামি উপহার, মূল্যবান গয়না নিতেন। এই বিষয়ে ইতিমধ্যেই জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আবারও তাঁকে সমন পাঠাল ইডি।
2024-07-10