কলকাতা, ১০ জুলাই (হি.স.) : মানিকতলায় ভোট লুটের অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসল বিজেপি। বিজেপির অভিযোগ, গত লোকসভা ভোটে ৩১ নম্বর পুরসভা এলাকায় ছ’হাজার ভোটের লিড ছিল বিজেপির। উপনির্বাচনে সেখানে ভোট লুট করেছে তৃণমূল। পুলিশ তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। এই অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা।
2024-07-10