আগরতলা, ৯ জুলাই: ভারতরত্ন সংঘ ক্লাবের বিল্ডিং ভেঙ্গে ফেলার নোটিশ প্রসাশনের তরফ থেকে জারি করা হয়েছে। কারণ, বিল্ডিংটি সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছিল। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা. বিশাল কুমার।
এদিন তিনি বলেন, ভারতরত্ন সংঘের ক্লাব মোট এক একর জায়গায় করা হয়েছে। কিন্তু কিছুদিন পূর্বে সরকারের তরফ থেকে জায়গায় সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে দেখা গিয়েছে সরকারি জায়গায় ক্লাবের বিল্ডিংটি তুলা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, প্রসাশনের তরফ থেকে বিল্ডিং ভেঙে ফেলার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি সাত দিনের মধ্যে ক্লাব কতৃপর্ক্ষ নির্দেশের অমান্য করে তাহলে প্রসাশনের তরফ থেকে ভেঙে ফেলা হবে।