মস্কো, ৯ জুলাই (হি.স.): সফল রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে মস্কো থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। সেখানে তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন। দীর্ঘ অনেক বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে যাচ্ছেন।
2024-07-09

