নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই: গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার পাঁচজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছে। তাদেরকে আগরতলা বাধারঘাট রেলস্টেশনে আটক করা হয়েছে আজ বিকেলে। পুলিশ সূত্রে খবর তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদ, জম্বু কাশ্মীর যেতে চেয়েছিল ট্রেনে।
পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। আটককৃতরা হল, মোঃ মোহাম্মদ ইমরান(২২), মোহাম্মদ আবু জামির (২০), মোহাম্মদ আজিজুল হোসেন (২২), ইয়াসমিন আরা (২০), রাজু বেগম (৩৫)। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।