গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : অসমে আরও ৩৫ হাজার সরকারি পদে চাকরি দেবে রাজ্য সরকার। এর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, ‘১ লক্ষ নিযুক্তির প্ৰতিশ্ৰুতি সম্পূৰ্ণ করার পর এবারের নিৰ্বাচনী সভায় আমি আরও ৩৫ হাজার সরকারি চাকরি দেওয়ার প্ৰতিশ্ৰুতি দিয়েছিলাম। আগামী বহাগ বিহু (পয়লা বৈশাখ)-র আগেই আরও ৩৫ হাজার সরকারি চাকরি প্ৰদান করা হবে। আজ থেকেই এই প্ৰক্ৰিয়া শুরু হয়েছে।’ পুলিশ বিভাগে নিয়োগ সম্পর্কে মুখ্যমন্ত্ৰী বলেন, ‘আগামী ৩ অক্টোবর থেকে শারীরিক যোগ্যতার পরীক্ষা শুরু হবে। বন্যার জল নেমে যাওয়ার পর বিভিন্ন জেলায় খেলার মাঠ শুকিয়ে যাবে। মাঠগুলি শুকানোর সঙ্গে সঙ্গে শারীরিক যোগ্যতার পরীক্ষা হবে। তাই আগ্রহী প্রার্থীরা এখন থেকেই শারীরিক যোগ্যতা-পরীক্ষার জন্য প্ৰস্তুতি শুরু করে দাও।’ আসাম পুলিশের ৬,৪৩৪টি পদ খালি হয়েছে বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, নিয়োগ প্ৰক্ৰিয়া ক্ষিপ্ৰতর করতে এক সঙ্গে শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইবা অনুষ্ঠিত হবে। এছাড়া রাজ্যে তৃতীয় শ্ৰেণির ৭,৬০০ এবং চতুৰ্থ শ্ৰেণির ৫,০০০ পদ খালি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের প্ৰাথমিক শিক্ষা বিভাগের জন্য ৫,৫৫০ জন শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুত রাজ্য। এছাড়া মাধ্যমিক শিক্ষার জন্য প্ৰায় ৮ হাজার শিক্ষক নিয়োগ এক থেকে দু মাস বিলম্ব হতে পারে। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার গণিতে বিশেষজ্ঞ স্নাতক শিক্ষকের জন্য নতুন পদ সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে প্ৰায় ২,০০০ পদ প্ৰথম পৰ্যায়ে সৃষ্টি করা হবে বলে মুখ্যমন্ত্ৰী ঘোষণা করেছেন।
2024-07-09