নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: রোটারি ক্লাব ধর্মনগরের ২১ তম ইনস্টলেশন হয় আজ ৭ই জুলাই সন্ধ্যা সাত ঘটিকায় ধর্মনগরের দেবদূত ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত মঞ্চে ছিলেন রটারির ত্রিপুরা প্রান্তের অ্যাসিস্ট্যান্ট গভর্নর রটারিয়ান ডক্টর অচিন্ত্য ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন রটারিয়ান ডক্টর দিলীপ কুমার দাস, রটারিয়ান প্রণয় চন্দ্র ,রটারিয়ান বরুন কুমার দাস ,লটারিয়াল সন্দীপ দাস।
এই ইনস্টলেশন এ ২০২৪-২৫ প্রেসিডেন্ট হিসাবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান সন্তোষ সূত্রধর এবং সেক্রেটারি হিসেবে রটারিয়ান পায়েল শীল নির্বাচিত হয়। এছাড়া ২০২৪ ২৫ এর বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচিত হয়।
সকলকে শপথ বাক্য পাঠ করান রটারির ত্রিপুরা প্রান্তের এসিস্ট্যান্ট গভর্নর রটারিয়ান ডক্টর অচিন্ত্য ভট্টাচার্য। নির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান সন্তোষ সূত্রধ র, আগামী বর্ষের বিভিন্ন সামাজিক কাজকর্মে সকলের সহযোগিতা কামনা করেন। ২১তম ইনস্টলেশনের সৌভেনির ভিশন প্রকাশিত হয়।ইস্টলেশন এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাচিত সেক্রেটারি রোটারিয়ান পায়েল শীল উপস্থিত ধর্মনগর রোটারেকত ক্লাব, ধর্মনগর ব্লাড ডোনারসএসোসিয়েশন , মিডিয়ার বন্ধুদের সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পুরো অনুষ্ঠানের ঘোষক রটোরিয়ান সুবীর সুমন মহাশয় উনার ঘোষণার মাধ্যমে প্রাণবন্ত রাখেন অনুষ্ঠানকে।