পুরী, ৮ জুলাই (হি. স.): রথযাত্রার মধ্যেই ৪ দিনের ওডিশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে সমুদ্র সৈকতে তাঁকে হাঁটতে দেখা যায়। শুধু হাঁটাহাঁটি নয়, বেশ কিছুক্ষণ সৈকতে বসে তিনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। তাঁর অভিজ্ঞতা নিয়ে সমাজমাধ্যম একটি পোস্টও করেছেন।
লিখেছেন, এমন কিছু জায়গা রয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা প্রকৃতির অংশ। পাহাড়-বন- নদী এবং সমুদ্রতীর আমাদের মধ্যে গভীর আকর্ষণ তৈরি করে। সমুদ্রতীরে হাঁটার সময় পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে একটি যোগাযোগ অনুভব করেছেন বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, রবিবার রথের দিনই জগন্নাথদেবের দর্শন করেন তিনি।
2024-07-08