নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): পূর্বে অলিম্পিক থেকে পদক জিতেছেন সাক্ষী মালিক। এবারও প্যারিস থেকে ভারত কুস্তিতে অন্ততপক্ষে তিনটি পদক পাবেই এমনটা আশা করছেন সাক্ষী মালিক। সাক্ষী বলেন,” প্যারিস অলিম্পিকের আর অন্য কোনও বিভাগ থেকে কে কী পাচ্ছে বলতে পারব না । তবে আমি এটা বলতে পারি কুস্তি থেকে ভারত তিনটি পদক পাবেই পাবে। আমি মনে করি, এটা আমাদের ইতিহাসে সেরা অলিম্পিক হতে চলেছে।”
2024-07-08