নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়ে এবারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সোমবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বেসরকারি মেডিকেল কলেজ শান্তিনিকেতনের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা রাজ্যের উন্নয়নের ধারাতে বাধা সৃষ্টি করছে। রাজ্য সরকার সব ধরনের যাচাই এর পরেই কাজে এগোবে। তাই বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের বিরুদ্ধে কোন ধরনের অসৎপন্থা অবলম্বন করা হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা বলছে তারা নাকি বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত। যদি এমনই হয়ে থাকে তাহলে পুলিশ দিয়ে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। সেখানে কোন ধরনের অসুবিধা নেই। রাজ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হলে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার সুযোগ পাবে। কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেখানে রাজ্য সরকারের আপত্তি থাকার কথা নয়। রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ এবং যাচাই করার পরেই সঠিক সিদ্ধান্তে পৌঁছবে। সে ক্ষেত্রে ভয়ের কোন কারণ নেই। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছেন কেননা বর্তমান সরকারের সময়ে যে উন্নয়ন অব্যাহত রয়েছে সেই রাস্তায় সমস্যা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে তারা। বাম আমলে এ ধরনের কোন উদ্যোগ গ্রহণ করা হতো না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।