ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রত্যাশিতভাবেই অনূর্ধ্ব ১৭ বালিকাদের এস এম কাপ ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। শনিবার কৈলাশহরের আর কে এম গ্রাউন্ডে নির্ণায়ক ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল মুখোমুখি হল অম্পিনগর স্কুলের। ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-০ গোলের ব্যবধানে হারিয়ে দিল অম্পিনগর স্কুলকে। বিজয়ী দলের পক্ষে শ্রেয়া দেব হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করে। এছাড়া একটি করে গোল করে শর্মিলা জমাতিয়া ও স্মৃতি মগ। ফাইনালের সেরা ফুটবলার হলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের শ্রেয়া দেব। টুর্নামেন্টের সেরা ফুটবলার হলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেরিন জমাতিয়া।