কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটার নেতৃত্বে মার্ঘেরিটায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বণ্টন

তিনসুকিয়া (অসম), ৬ জুলাই (হি.স.) : বৈদেশিক পরিক্রমা এবং কেন্দ্রীয় বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটার নেতৃত্বে তিনসুকিয়া জেলার অন্তর্গত মার্ঘেরিটা রাজস্ব সার্কলের বিভিন্ন এলাকায় আজ শনিবার বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন হয়েছে। সামগ্রী বণ্টন ছাড়াও তিনি বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে বন্যাদুর্গতদের খোঁজখবর নিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মৌলিক সুবিধার প্রাপ্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী পবিত্র।

মাৰ্ঘেরিটা সাৰ্কলের বন্যাক্রান্ত বিস্তীর্ণ এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন মার্ঘেরিটার বিধায়ক ভাস্কর শর্মা, মহকুমা আধিকারিক (সদর), সার্কল অফিসার, মার্ঘেরিটার প্রশাসনিক ম্যাজিস্ট্রেট তথা সার্কল অফিসার।