BRAKING NEWS

গোলের বন্যা, রেকর্ড গোল, ১৬ গোলে আনন্দ ভবনকে হারিয়ে মুলপর্বে ঐকতান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রেকর্ড গোল। গোলের বন্যা। হ্যাটট্রিক, ডাবল হ্যাটট্রিক — সবই ছিল আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এক কথায় যথেষ্ট এক তরফা ম্যাচ। গোল হজম করা ছাড়া আনন্দ ভবনের খেলোয়ারদের অন্য কোন উপায় ছিল না। আজ, শনিবার খেলার দুই অর্ধে ১৬ গোল হজম করাতে বাধ্য করে ঐকতান যুব সংস্থা ৩ পয়েন্ট অর্জন করে। এটি তাদের পঞ্চম ম্যাচের মাথায় চতুর্থ জয়। অপরাজেয়র ধারা কিন্তু এখনও অটুট। মাঝে একটি খেলায় সিমনা তামাকারীর সঙ্গে এক-এক গোলে ড্র তে ম্যাচ নিষ্পত্তি করে পয়েন্ট ভাগ করে নিয়েছিল। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবল আসরে এ গ্রুপের খেলায় ঐকতান যুব সংস্থা ১৬ গোলের বিশাল ব্যবধানে আনন্দ ভবন ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল পাঁচ গোলে এগিয়ে ছিল। পুরোপুরি একতরফা ম্যাচ। খেলার নয় মিনিট থেকে গোলের সূচনা। ড্যানিয়েল জমাতিয়া একাই ছটি গোল করে। লেন্সি কাইপেং করে চারটি গোল। এছাড়া, সুভাষ জামাতিয়া ও কৃষ্ণকিশোর জমাতিয়া দুটি করে এবং প্রয়াণ দত্ত ও মোচাং জমাতিয়া একটি করে গোল করেন। পক্ষান্তরে আনন্দ ভবনের ছেলেরা গোল পরিশোধের তেমন সুযোগ বের করতে পারেনি। এমনকি শক্ত প্রতিরোধ পর্যন্ত গড়ে তুলতে পারেনি। উপরন্ত খেলার দ্বিতীয়ার্ধে অসদাচরণের দায়ে রেফারি বিজিত দলের বিশ্বজিৎকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন পল্লব চক্রবর্তী, লিটন সাহা, তপন কুমার নাথ ও সুকান্ত দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *