কলকাতা, ৬ জুলাই (হি. স.) :ভবানীপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচেও সবুজ-মেরুন ড্র করল রেনবোর সঙ্গে। ম্যাচ ২-২ গোলে শেষ হয়েছে। পর পর দুই ম্যাচে পয়েন্ট হারানোর ফলে চিন্তায় পড়ল মোহনবাগান।
শনিবার জেতা ম্যাচ ছিল মোহনবাগানের। কিন্তু ম্যাচ হল ড্র। এর জন্য পুরো কৃতিত্ব অবশ্য রেনবোর। প্রথমার্ধেই চারটি গোল হয়। দ্বিতীয়ার্ধে কোনও দল গোল করতে পারেনি। মোহনবাগানের হয়ে গোল দুটি করেন সুহেল। আর রেনবোর হয়ে গোল দুটি করেন সৌরভ দাশগুপ্ত ও রাজন বর্মণ। এদিকে অন্য ম্যাচে ভবানীপুর ৫-১ গোলে হারাল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে।