নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক্সগামী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনায় অংশ নিয়েছেন। ক্রীড়াবিদদের সঙ্গে কথাবার্তায় প্রধানমন্ত্রী ভারতের জন্য আরও বেশি পদক নিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান। তিনি বলেন, অলিম্পিক্স– শুধুমাত্রা একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়। এখান থেকে অনেক কিছু শেখারও রয়েছে।
তিনি বলেন, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নির্দিষ্ট লক্ষ্য পূরণে ধর্য্যের সঙ্গে এগিয়ে যাওয়া প্রয়োজন। খেলাধুলোর দুনিয়ায় অভ্যাস এবং ধারাবাহিকতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী সকলকে কঠোর পরিশ্রমের সঙ্গে ভালোভাবে ঘুমোতেও পরামর্শ দিয়েছেন। ক্রীড়াবিদদের তিনি নিজেদের প্রতিভা, প্রশিক্ষণ এবং ধারাবাহিকতার ওপর আস্থা রাখার পরামর্শ দেন। এই আলাপচারিতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়াও।