BRAKING NEWS

ভারতের প্রতিরক্ষা উৎপাদন ২০২৩-২৪ অর্থবছরে ১৬.৮ শতাংশ বেড়েছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.) : ভারত প্রতিরক্ষা উৎপাদনে সর্বোচ্চ বিকাশ প্রত্যক্ষ করেছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ কমপক্ষে ১ লক্ষ ২৬ হাজার ৮৮৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৬.৮ শতাংশ বেশি। শুক্রবার সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া কর্মসূচী সময়ের সঙ্গে সঙ্গে সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করছে।

এই মাইলফলক স্পর্শ করার জন্য ও অবদান রাখার জন্য পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (পিএসইউ) এবং বেসরকারি সেক্টরকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে একটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *