ইম্ফল, ৫ জুলাই (হি. স.) : গত কয়েকদিনের অতিভারী বৃষ্টিতে বাণভাসী মণিপুর। এখনও পর্যন্ত প্রায় ৩৫ হাজার বাড়ি ভেঙে গিয়েছে। পরিস্থিতি মারত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই অন্তত ২০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সমীক্ষা অনুযায়ী দাবি, খোলা হয়েছে ১৪টি ত্রাণ শিবির। ২০ হাজার ৬৩৯ মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এদের মধ্যে ত্রাণ শিবিরে ১২৫১ জন আশ্রয় নিয়েছেন।
জানা গিয়েছে, ইম্ফল ও তার আশপাশের এলাকায় অতিভারী বৃষ্টির জেরেই এই দুর্ভোগ। বৃষ্টি থামার কোনও লক্ষণ এখনই নেই। ইতিমধ্যেই উদ্ধারকারী দল কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে পুলিশ, দমকল, স্বাস্থ্য, জল, পিডব্লুডি, সেচ ও বন দফতরকেও উদ্ধারের কাজে নিযুক্ত করা হয়েছে।