BRAKING NEWS

ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী স্টার্মারকে অভিনন্দন মোদীর, শুভেচ্ছা পরাজিত সুনককেও

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের একটি পোস্টে মোদী ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার কথা জানান। আরও একটি পোস্ট করে ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনককেও শুভেচ্ছা জানিয়েছেন। মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ব্রিটেনের সাধারণ নির্বাচনের জয়ের জন্য কিয়ের স্টার্মারকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা। সমস্ত ক্ষেত্রে ভারত-ইউকে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য আমি আমাদের ইতিবাচক এবং গঠনমূলক সহযোগিতার প্রত্যাশা করছি।”

১৪ বছর পরে ক্ষমতার পালাবদলের বার্তা নিয়ে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‘জাদুসংখ্যা’ ৩২৬। জনমত সমীক্ষার ফল সত্যি হলে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজ়ারভেটিভ পার্টির (টোরি) দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি। স্টার্মার বলেছেন, “পরিবর্তনের কাজ আজ থেকেই শুরু হবে।” লেবার পার্টির বিপুল জয়ের পর সমর্থকদের উদ্দেশে এমনটাই বললেন দলের শীর্ষ নেতা কিয়ের স্টার্মার। ১৪ বছর পর ব্রিটেনে ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। গত নির্বাচনের তুলনায় তারা ২১১টি আসন বেশি পেতে চলেছে। অন্য দিকে সুনকের কনজারভেটিভ পার্টি হারাতে চলেছে ২৫০টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *