ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত খেলেছে আমিনা বেগম। নির্বাচকদের নজরও কেড়েছে। তিন গোলের ব্যবধানে দারুন জয় ছিনিয়ে ঊনকোটি জেলা দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। খেলা রাজ্য স্তরীয় সুব্রত মুখার্জি কাপ ফুটবল, অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের। আজ, বৃহস্পতিবার থেকে ঊনকোটি জেলার কৈলা শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় গ্রাউন্ডে তা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ঊনকোটি জেলা দল ৩-০ গোলের ব্যবধানে উত্তর জেলা দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের আমিনা বেগম একাই দুই অর্ধে তিনটি গোল করে হ্যাটট্রিক এর স্বীকৃতির পাশাপাশি দলকে জয় এনে দেয়। প্রথমার্ধের ১২ ও ২৯ মিনিটের মাথায় পর পর দুই গোল। তৃতীয় গোলটি হয় দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রবীন্দ্র দেববর্মা, জিতেন দেববর্মা, সুশীল দেববর্মা ও চরণ মাদ্রাজি। আগামীকাল কোয়ার্টার ফাইনাল পর্যায়ের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল সাতটায় পুল বি থেকে সিপাহীজলা খেলবে ধলাই এর বিরুদ্ধে এবং বেলা আড়াইটায় খোয়াই খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। সকাল সাড়ে আটটায় পুল এ থেকে পশ্চিম জেলা দল খেলবে গোমতী জেলা দলের বিরুদ্ধে। বিকেল চারটায় ঊনকোটি জেলা দল খেলবে দক্ষিণ জেলার দলের বিরুদ্ধে। সেমিফাইনাল ও ফাইনাল পর্যায়ের ম্যাচ হবে ৬ জুলাই।