BRAKING NEWS

মেখলিপাড়ায় মাটির ঘর ভেঙে মৃত দম্পতির বাড়িতে গেলেন জিতেন্দ্র চৌধুরী, খোঁজখবর নিলেন আহত শিশুদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টিপাতের জন্য মাটির ঘর ভেঙে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তিন মাসের একটি শিশু। ওই ঘরে থাকা অপর শিশু অল্পবিস্তর আহত হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মেখলিপাড়ায় মৃত দম্পতির বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে ছিলেন পবিত্রকর সহ অন্যান্য বাম নেতৃত্বরা। এদিন মৃতের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী।

তিনি জানান মর্মান্তিক এই ঘটনায় স্বামী স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছে। তিন মাসের শিশুটি জিডিপি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার যাবতীয় খোঁজ-খবর নিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে সরোজমিনে প্রত্যক্ষ করে গেছেন। এ ধরনের ঘটনার পর প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা গ্রহণ করার আবেদন জানান তিনি। পাশাপাশি সদ্য পিতা-মাতাহারা দুই শিশুর লালন পালনের জন্য সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *