প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেওয়া হল কমলপুর নজরুল ভবনে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৪ জুলাই: গত ২০২৩ সালের নভেম্বর মাসে মিধিলি সাইক্লোনে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার জন্য বৃহস্পতিবার দূর্গা চৌমুহনী কৃষি মহকুমার পক্ষ থেকে কমলপুরের নজরুল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস, বিএসি চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার, কমলপুর মহকুমা শাসক এল ডারলং,দূর্গাচৌমুহনী কৃষি তত্ত্বাবদায়ক বলেন্দ্র দেববর্মা সহ অন্যান্যর। স্বাগত ভাষণ দেন বলেন্দ্র দেব্বর্মা।

এছাড়া ভাষণ দেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। এ ধরনের অনুষ্ঠানকে ঘিরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।