নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই: খেলার ছলে বিদ্যুতের খুঁটিতে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত এক শিশু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মেখলিপাড়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিন কার মতো মেখলি পাড়া চা বাগানের শ্রমিকের শিশু রূপক সবর(১১) সকালে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বেরিয়ে যায়। তখনই এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে খেলার ছলে উঠতে চায় সে। বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত অবস্থায় মাটিতে ছিটকে পড়ে। ঘটনার পরই তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। তার শরীরের অধিকাংশ অংশ ঝলসে গেছে।