BRAKING NEWS

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে বন্ধ ১০০টি রাস্তা

দেরাদুন, ৪ জুলাই (হি. স.): উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি। বন্ধ হয়ে গেল ১০০টি রাস্তা। জানা গেছে, সেখানকার প্রধান নদীগুলি সবই বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হাওয়া অফিস জানাচ্ছে, গোটা এলাকাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চম্পাওয়াত, আলমোরা, পিথরগড়-সহ সমস্ত অংশেই প্রচুর বৃষ্টি হবে।

ইতিমধ্যেই গঙ্গা, অলকনন্দা, ভাগীরথী, সারদা, মন্দাকিনী এবং কোশী নদীর জল বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় চাকুটিয়াতে ৭২ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বাঁশিচানাতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে সকল বাসিন্দাকে নিচু এলাকা ছেড়ে উঁচু এলাকায় চলে যাওয়ার কথা বলা হয়েছে। সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ছুটি দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটকে বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। গঙ্গা এবং সরযু নদীতে বিপদসীমা প্রায় ছুঁয়ে ফেলেছে জল। অন্যদিকে অলকনন্দা, মন্দাকিনী, ভাগীরথী নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *