BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল রাজ্যের প্রথম সিন্থেটিক ট্র্যাকের

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ২ জুলাই:

শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। আজ পানিসাগরস্থিত রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পরিসরে “খেলো ইন্ডিয়া” প্রকল্পে নবনির্মিত ডঃ অরুণাভ রায় সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাকের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিংকু রায়, ক্রীড়া সচিব পি কে চক্রবর্তী, ইয়ুথ এন্ড স্পোর্টসের ডাইরেক্টর পিকে দেব উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এছাড়াও স্পোর্টস এন্ড ইয়থ এর বিভিন্ন কর্মকর্তারা।

উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এটি ত্রিপুরা রাজ্যের প্রথম সিন্থেটিক ট্র্যাক হিসেবে পরিগণিত। বর্তমান রাজ্য সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও রাজ্যের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। সেই দিশাতেই কাজ করছে সরকার।
মুখ্যমন্ত্রী আরো বলেন, তিনি যখন এসেছিলেন চার মাস আগে তখন একটি সুইমিংপুলের উদ্বোধন করেছিলেন তখন অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এই ট্র্যাকটি কবে উদ্বোধন হবে। এবার এই ট্র্যাকের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী পুরনো দিনের স্মৃতিচারণ করেন।

মুখ্যমন্ত্রী আরো বলেন, একটা সময় ছিল কষ্ট করে প্রচুর অভ্যাসের মাধ্যমে যারা খেলাধুলায় মনোযোগী তারা সফলতা অর্জন করেছিল। ২০১৮ তে খেলো ইন্ডিয়া স্কিল থেকে এই সিনথেটিক ট্র্যাকের ভাবনা এসেছে। প্রত্যেককে আর্থিক দিকে সরকার সহায়তা করার দিকে এগিয়ে এসেছে। যারা পদকজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে সব ধরনের উৎসাহ দেওয়া হচ্ছে।

এই সিন্থেটিক ট্র্যাক এর উদ্বোধনের মাধ্যমে এখানে এখন থেকে ৪০০ মিটার ২০০ মিটার এমনকি তার বাইরে ৮০০ মিটার মিটার দৌড় প্রতিযোগিতা অনায়াসে অনুষ্ঠিত হবে। রাজ্যে আরেকটি সিনটিথিক ট্র্যাকের কাজ প্রায় ৮০ শতাংশ শেষের দিকে। ওই ট্র্যাকটিতে পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয় হবে বলে ক্রীড়া সচিব জানিয়েছেন।

এ ট্র্যাক এর জন্য মোট ৬ কোটি ৯৮ লক্ষ ৭৮ হাজার ৫১১ টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে পাঁচ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ১০০ জনের উপর ছাত্র থাকার ব্যবস্থা রয়েছে, ইতিমধ্যেই ১০০ জন ছাত্র-ছাত্রী পৌঁছে গেছে এবং তাদেরকে উত্তর পূর্বাঞ্চলে সঠিক প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *