ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এলিট গ্রুপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে স্থগিত রাখতে হয়েছে। রিজার্ভ ডে হিসেবে আগামীকাল ম্যাচটি পুনরায় আয়োজনের ব্যবস্থা করা হবে। তবে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা বলা যাচ্ছে না। কেননা আকাশে মেঘের ঘনঘটা এখনও রয়েছে। খেলা উদয়পুর ও সদরের মধ্যে। ধর্মনগরে কলেজ স্টেডিয়ামে। দিনভর বৃষ্টির কারণে মাঠে ব্যাট বল নিয়ে নামা কিছুতেই সম্ভব হয়নি। টস পর্যন্ত হয়নি। রিজার্ভ ডে হিসেবে আগামীকাল ম্যাচটি রেফার করা হয়েছে। রবিবার শান্তিরবাজার ও মোহনপুরের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলেও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টিতে আজ স্থগিত রাখতে হয়েছে। ফাইনাল ম্যাচ নির্ধারিত রয়েছে চার জুলাই। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে মোহনপুর ৪১ রানের ব্যবধানে শান্তির বাজার কে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচেও ওভার সংখ্যা কমিয়ে ৩৪ করতে হয়েছিল খেলা শুরুতে টস জিতে মোহনপুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ৩৪ ওভারে ছয় উইকেটে ২১৬ রান সংগ্রহ করেছিল। জবাবে শান্তির বাজারের ব্যাটার্সরা নয় উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করতেই নির্ধারিত ৩৪ ওভার শেষ হয়ে যায়। বিজয়ী দলের পক্ষে সৌরভ দাস ৪১ বল খেলে ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সর্বাধিক ৬৩ রান সংগ্রহ করে দলের স্কোর সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছিল। দলের পক্ষে দেবাংশু দত্তের ৪৫ রান এবং ইন্দ্রজিৎ দেবনাথ এর ৪০ রানও উল্লেখ করার মতো ছিল। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের সঙ্গে মোহনপুর আগামী ৪ জুলাই খেতাবি লড়াইয়ে খেলবে।
2024-07-02