ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিনিয়র রাজ্য ক্রিকেট প্লেট গ্রুপে তেলিয়ামুড়া চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচ হয়নি। প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতির কারণে মাঠে ব্যাট বল নিয়ে নামা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কয়েন স্পিন করে অর্থাৎ টস-এর এর মাধ্যমে চ্যাম্পিয়ন-রানার্স নির্ধারণ করতে হয়েছে। নির্ধারিত ২৮ জুনের খেলা একই কারণে রিজার্ভ ডে ২৯ জুনে রেফার করা হয়েছিল। সেদিনও প্রাকৃতিক পরিস্থিতির তথৈবচ চেহারা। কার্যত পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী তেলিয়ামুড়া ও আমবাসার মধ্যে ফাইনাল ম্যাচটি আজ নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে আয়োজনের ঘোষণা করা হলেও, সেই দিনভর বৃষ্টির কারণে ম্যাচ পন্ড হয়েছে। টসের মাধ্যমে তেলিয়ামুড়া কে জয়ী অর্থাৎ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। রানার্স হতে হয়েছে আমবাসা কে। উল্লেখ্য, সেমিফাইনাল পর্যায়ের খেলায় মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে তেলিয়ামুড়া ১০ উইকেট এর ব্যবধানে বিলোনিয়াকে এবং আমবাসা ৪৮ রানের ব্যবধানে জিরানিয়াকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল।
2024-07-02