BRAKING NEWS

মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে রানিরবাজার পুর পরিষদের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত, উন্নয়নের লক্ষ্যে গৃহীত হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই:
মঙ্গলবার রানীরবাজার পুর পরিষদের কনফারেন্স হলে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এক পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে রানীরবাজার পুর পরিষদ এলাকায় আগামী দিনে কি কি উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ দিনের বৈঠক সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কয়েক মাস অন্তর অন্তর এ ধরনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের এই বৈঠকে রানিরবাজার পুর পরিষদ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং আগামী দিনের কাজের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন রানীরবাজার এলাকার উন্নয়নে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উন্নয়ন কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ধাপে ধাপে পুর এলাকার কাজগুলি করা হবে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী আরো জানান,  রানীরবাজার এলাকার যে বাজারটি রয়েছে তার সংস্কার করা হবে। পানীয় জলের উৎস হিসেবে ডিপ টিউবওয়েল স্থাপন করা হচ্ছে পুর নিগমের নিজস্ব ফান্ডের অর্থের দ্বারা। এছাড়াও জলের বড় ট্যাংক নির্মাণ করা হচ্ছে। আগরতলা পুর নিগমের পর রানিরবাজার পুর পরিষদ আদর্শ পুর পরিষদ হিসেবে রাজ্যে  আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেনআশা প্রকাশ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এসডিএম সহ  কাউন্সিলরগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *