হাফলং (অসম) ২ জুলাই (হি. স.) : ডিমা হাসাও সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতি। এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত হাংগরুম ও পি সংখাই গ্রামের মধ্যবর্তী স্থানে। দুর্ঘটনায় নিহত দম্পতি হচ্ছে হাইডিওলুংবে নৃয়ামে (৩৬) ও ডিকালাইল পামে (৩০)। প্রাপ্ত তথ্য মতে সোমবার সন্ধ্যায় তখন নাগাড়ে বৃষ্টি হচ্ছলি এবং জুম ক্ষেত কাজ সেরে একটি বলেরো গাড়িতে করে স্বামী স্ত্রী দুজনে হাংগরুম গ্রামে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এবং সেই সময় হাংগরুম ও পি সংখাই গ্রামের কাছে তাদের বলেরো গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে বলেরো গাড়িটি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায় আর ঘটনা স্থলেই মৃত্যু ঘটে ওই দম্পতির। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে দূর্ঘটনায় নিহত স্বামী এবং স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। উল্লেখ্য লাগাতার বৃষ্টির জেরে ডিমা হাসাও জেলার বিভিন্ন অঞ্চলের সড়ক পথ গুলি বিপদজনক হয়ে উঠেছে। অনেক জায়গায় সড়ক পথ তলিয়ে গেছে। এবং পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে রাস্তা ভেঙ্গে নিয়ে গেছে।