দেশের জন্য যাঁরা রক্ত ঝরিয়েছেন তাঁদের আদর্শ হিসাবে বিবেচনা করা উচিত : ডঃ মোহন ভাগবত

গাজীপুর, ১ জুলাই (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত সোমবার ধামুপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে ”মেরে পাপা পরমবীর” শীর্ষক বই প্রকাশ করেছেন। পরম বীর চক্র বিজয়ী বীর আব্দুল হামিদের জীবনের উপর ভিত্তি করে এই বইটি লিখেছেন ডঃ রামচন্দ্রন শ্রী নিবাসন। সরসঙ্ঘচালক মোহন ভাগবত তাঁর একদিনের সফরে পরমবীর চক্র বিজয়ী বীর আব্দুল হামিদের গ্রাম ধামুপুরে পৌঁছন। বীর আব্দুল হামিদের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাবগত সর্বাগ্রে আব্দুল হামিদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানা।

এই উপলক্ষে মোহন ভাগবত ক্যাপ্টেন মাকসুদ গাজিপুরির লেখা ”ভারত কা মুসলিম” বইটিও প্রকাশ করেন। ক্যাপ্টেন মাকসুদ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। আবদুল হামিদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। এই অনুষ্ঠানে নিজ বক্তৃতায় সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেন, যারা দেশের জন্য রক্ত-ঘাম ঝরিয়েছেন তাদের আদর্শ হিসেবে বিবেচনা করা উচিত। তিনি বলেন, শহীদদের স্মরণ ও অনুকরণের মাধ্যমে একটি মহান ভারত তৈরি হয় এবং একজন ভাল ভারতীয় হওয়ার গর্ব পায়। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের মাতৃভূমি ও প্রাচীন সংস্কৃতি নিয়ে গর্ব করা এবং অনুকরণ করা উচিত। তিনি বলেন, পশু ও মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ বাঁচে অন্যের জন্য, আর পশুরা বাঁচে নিজের জন্য। এই কাজটি করেছেন পরমবীর চক্র বিজয়ী আব্দুল হামিদ। যুদ্ধে তিনি শহীদ হন। শহীদ আব্দুল হামিদের জন্মবার্ষিকীতে ভাগবত বলেন, বাস্তবে শহীদরা অমর হয়ে থাকেন। একজন শহীদের আত্মত্যাগ মহান। ভারতীয় সংস্কৃতিতে নিজের ভোগ ও আনন্দের জন্য বেঁচে থাকার ঐতিহ্য নেই। শহীদরা এভাবেই জীবন কাটায়। এটা খুবই কঠিন তপস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *