নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ জুলাই: বর্ষার শুরুতে বৃষ্টিতে জলমগ্ন শান্তিরবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। সোমবার দেখা যায় বিদ্যালয়ের সমস্ত কক্ষে জলমগ্ন হয়ে রয়েছে। শুধুমাত্র রুমে নয় , বিদ্যালয়ের সর্বত্র জলমগ্ন। সঠিকভাবে জল নিষ্কাষনের ব্যবস্থা না থাকার ফলে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। এতে করে বিদ্যালয়ে আসা ছাত্র ছাত্রীরা বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে।
এই বিষয়ে বিদ্যালয় কতৃপক্ষের নিকট জানতে চাইলে বিদ্যালয় কতৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে নারাজ। জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করার জন্য ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের তরফ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। জানা গেছে বিদ্যালয় কর্তৃপক্ষ এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। অভিভাবকরা দাবি জানিয়েছেন উন্নয়ন তহবিলের টাকা দিয়ে ব্যবস্থা করার জন্য।