রাষ্ট্রপতির অভিভাষণে কোনও দূরদৃষ্টি অথবা দিকনির্দেশনা ছিল না : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): রাষ্ট্রপতির অভিভাষণে কোনও দূরদৃষ্টি অথবা দিকনির্দেশনা ছিল না। সোমবার এই অভিমত পোষণ করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, “রাষ্ট্রপতি সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি। এ বছর রাষ্ট্রপতির প্রথম ভাষণ ছিল জানুয়ারিতে এবং দ্বিতীয়টি জুনে।”

এরপরই মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “প্রথম অভিভাষণ ছিল নির্বাচনের জন্য এবং দ্বিতীয়টি ছিল সেই অভিভাষণের অনুলিপি। তাঁর অভিভাষণে দলিত, সংখ্যালঘু এবং অনগ্রসর শ্রেণির জন্য কিছুই ছিল না। রাষ্ট্রপতির অভিভাষণে দূরদৃষ্টি অথবা দিকনির্দেশনা ছিল না। গতবারের মতো, এটি ছিল সরকারের প্রশংসার শব্দে পরিপূর্ণ।”