মুম্বই, ১ জুলাই (হি. স.): বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করলো মুম্বইয়ের শুল্ক বিভাগ। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ১১.২৩ কোটি টাকা।
সোমবার শুল্ক দফতর সূত্রে জানা গেছে, ২৫ থেকে ৩০ জুনের মধ্যে মোট ১৮.১১ কেজির বেশি সোনা বাজেয়াপ্ত করেছে মুম্বইয়ের শুল্ক দফতর। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১.২৩ কোটি টাকা। মিষ্টির বাক্স-র পাশাপাশি অন্তর্বাস, শরীরের বিভিন্ন অংশে সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে মুম্বইয়ের শুল্ক বিভাগ। এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।