BRAKING NEWS

সমগ্র বিশ্বে ভারতীয় সংস্কৃতি যেভাবে গৌরব অর্জন করছে, তা সবাইকে গর্বিত করে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): সমগ্র বিশ্বে ভারতীয় সংস্কৃতি যেভাবে গৌরব অর্জন করছে, তা সবাইকে গর্বিত করে। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১১-তম পর্বে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন মন-কি-বাত অনুষ্ঠানে এক ধরনের ছাতার কথা উল্লেখ করে বলেছেন, “আমি আপনাদের একটি বিশেষ ধরনের ছাতা সম্পর্কে বলতে চাই। এই ছাতাগুলি আমাদের কেরলে তৈরি হয়। কেরলের সংস্কৃতিতে ছাতার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ছাতা সেখানকার অনেক ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে আমি যে ছাতার কথা বলছি তা হল ‘কার্থুম্বি ছাতা’ এবং এগুলি কেরলের আট্টপাডিতে তৈরি। এই ছাতাগুলি আমাদের কেরলের আদিবাসী বোনেরা তৈরি করেছে। এখন সারাদেশে এসব ছাতার চাহিদা বাড়ছে। সেগুলি অনলাইনেও বিক্রি হচ্ছে। এই ছাতাগুলি ‘বট্টলাক্কি সমবায় কৃষি সমিতি’-এর তত্ত্বাবধানে তৈরি করা হয়। এই সমিতি আমাদের নারী শক্তি দ্বারা পরিচালিত হয়।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কুয়েত সরকার তাঁদের জাতীয় রেডিওতে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করেছে এবং তাও হিন্দিতে। এটি প্রতি রবিবার ‘কুয়েত রেডিও’-তে আধা ঘণ্টা প্রচারিত হয়। এতে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ছাপ রয়েছে। আমাদের চলচ্চিত্র এবং শিল্প জগতের আলোচনা সেখানকার ভারতীয় সম্প্রদায়ের মধ্যে খুবই জনপ্রিয়। এমনকি আমাকে বলা হয়েছে, কুয়েতের স্থানীয় লোকজন এতে অনেক আগ্রহ নিচ্ছেন। এই চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি কুয়েত সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *